লালমনিরহাটের হাতীবান্ধায় মস্তিষ্কে পানি জমাট বাঁ’ধা (হাইড্রোক্যাফালাস) রোগে আক্রান্ত বরকত আলী। সাত মাস বয়সের এই শি’শুর চিকিৎসার জন্য প্রয়োজন ২ লাখ টাকা। তবে দরিদ্রতার কারণে তার চিকিৎসা করাতে পারছে না পরিবার। বরকত আলী উপজে’লার মধ্য সিংগীমা’রী গ্রামের দিনমজুর রশিদুল ইস’লাম ও গৃহিণী আয়শা বেগম দম্পতির সন্তান।
জানা গেছে, দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী’কে নিয়ে দিনমজুর রশিদুল ইস’লামের সংসার। জন্মের তিন মাস পর বরকতের মাথা বড় হতে থাকে, মাথা তুলতে পারে না, ওপরের দিকে তাকাতেও পারে না, শুধু নিচের দিকে তাকিয়ে থাকে সে। এ ছাড়া কোনো কারণ ছাড়াই খুব কা’ন্না-কাটি করে। মাঝে মাঝে খিঁচুনি দেয়। চিকিৎসক জানিয়েছেন অ’পারেশন করাতে হবে। তার জন্য প্রায় ২ লাখ টাকা লাগবে।
বরকতের বাবা রশিদুল ইস’লাম বলেন, বরকতকে রংপুর পপুলার ক্লিনিকের নিউরোসার্জারি চিকিৎসক রাজ কুমা’রকে দেখানো হয়েছে। তিনি পরীক্ষা-নিরীক্ষঅ করে বলেছেন, অ’পারেশন করাতে হবে। তার জন্য প্রায় ২ লাখ টাকা লাগবে। তিনি আরো বলেন, আমি গরিব মানুষ। এত টাকা কোথায় পাব। সমাজের হৃদয়বানরা যদি আমাকে একটু সাহায্য করেন, তাহলে হয়তো আমা’র ছেলেকে বাঁ’চাতে পারব।
সিংগীমা’রী ইউপি চেয়ারম্যান বলেন, আমি তাদেরকে উপজে’লা পরিষদের নিকট সাহায্যের জন্য আবেদন করতে বলেছি।
সহযোগিতার জন্য যোগাযোগ করুন
মোবাইল : ০১৭৩৭৯৩৩৪৪১ (বিকাশ পারসোনাল)