লালমনিরহাটে অটোরিকশা চালক সাহাদাত হোসেন হত্যা মামলায় ৩ আসামি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে লালমনিরহাট আদালত। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে আদালতের বিচারক এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার খালিশা মদাতী এলাকার আমিরুল ইসলামের ছেলে শামীম হাসান, একই উপজেলার কিশমত মদাতী এলাকার আজিজার রহমানের ছেলে সুজন মিয়া ও উপজেলার পূর্ব পাড়া গ্রামের হাবিবুল্লাহের ছেলে সোহাগ ইসলাম।
জানা গেছে, গত ২০২০ সালের সেপ্টেম্বর আসামি শামীম হাসান, সুজন মিয়া ও সোহাগ ইসলাম পরস্পর যোগসাজশে সাহাদাত হোসেনের অটোরিকশা ভাড়া নিয়ে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে। পরে রাত ৯টায় অটোরিকশা চালক সাহাদাতকে অজ্ঞাত স্থানে নিয়ে কোমল পানির কথা বলে বোতলের পানির সঙ্গে মিশিয়ে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে গলা কেটে হত্যা করে। পরে লাশ ধান ক্ষেত্রে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে যায়।
এ ঘটনায় পরদিন শহরের হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা নিহত সাহাদতের মা সাহিদা বেগম বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় অজ্ঞাতনামা এজাহার দায়ের করেন। পরে সদর থানা পুলিশ অটোরিকশা উদ্ধার করে এবং আসামিদের গ্রেফতার করে।
লালমনিরহাট আদালতের পিপি আকমল হোসেন আহমেদ জানান, গত দুই বছর এই মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। এ রায়ে মামলার বাদি পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।