বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজেদুর রহমান সবুজ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্যা সূর্যসেন হলের আবাসিক ছাত্র। তার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলায়।
৩১ জুলাই রাতে সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ পদায়ন করা হয়। সাজেদুর রহমান সবুজ বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব।
এর আগে তিনি মাস্টার দ্যা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজনীতির পাশাপাশি ক্যাম্পাসে সহশিক্ষা কার্যক্রমগুলোতে পরিচিত মুখ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন “বগুড়া স্টুডেন্ট এসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়” এর সভাপতি ছিলেন। এছাড়া তিনি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কনফারেন্স গুলোতে সফলভাবে অংশগ্রহণ করেছেন।