ডেস্ক রিপোর্ট
নাটোরের বড়াইগ্রামে পৌরসভায় নবজাতকের (১ থেকে ৪৫ দিনের মধ্যে) জন্মনিবন্ধন করলেই দেওয়া হচ্ছে ৫০০ টাকা উপহার। এমন উদ্যোগে আগ্রহী হয়ে উঠছেন নবজাতকের মা-বাবা। তার নিজ উদ্যোগেই চলে আসছেন পৌরসভায়।
রোববার পৌরসভায় গিয়ে দেখা যায়, নবজাতক কোলে জন্মনিবন্ধন নিতে এসেছেন সুরাইয়া বেগম। তিনি বলেন, জন্মনিবন্ধন করালেই টাকা পাওয়া যায়। তাই লকডাউনের মধ্যেই চলে এসেছি। আরেক মা শাহানা বেগম বলেন, বাচ্চা স্কুলে ভর্তি করাতে গেলে জন্মনিবন্ধন লাগে। তাই আগেই নিলে হারাতে পারে ভেবে দেরি করে নিতাম। মেয়র নয়ন জানান, এখন নিলে পুরস্কার দিতে আর দেরি করে নিলে অনেক ফিস দিতে হবে।
পৌর সচিব জালাল উদ্দিন বলেন, প্রতিদিনই মানুষ এসে জন্মনিবন্ধন সনদ গ্রহণ করছেন। চলমান লকডাউনের কারণে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ১৫ জনকে উপহার দেওয়া হয়েছে।
পৌর মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, পৌরবাসীকে জন্মনিবন্ধনে উৎসাহিত করতে নিজস্ব অর্থায়নে উপহারের ঘোষণা দিয়েছি। এখন মানুষ স্বতঃস্ম্ফূর্তভাবে জন্মনিবন্ধন করাচ্ছেন।
তিনি বলেন, উপহার মুখ্য বিষয় নয়। জন্মনিবন্ধনের গুরুত্ব বোঝানোর জন্যই এই উপহার ব্যবস্থা করা হয়েছে।