শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁওয়ে নিজের মেয়েসহ যুবতীদের দিয়ে দেহ ব্যবসা করার দায়ে মা-মেয়েসহ ৩ জনকে কারাদ’ণ্ড দিয়েছে স্থানীয় ভ্রাম্যমাণ আ’দালত। ঠাকুরগাঁও সদর উপজে’লা নির্বাহী কর্মক’র্তা ও ভ্রাম্যমাণ আ’দালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদ’ণ্ড দেন।
দ’ণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজে’লার সালান্দর ইউনিয়নের আরাজী কৃষ্ণপুর ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকার আইয়ুব আলীর স্ত্রী’ সাথী আক্তার, তার মেয়ে অর্নী আক্তার ও পঞ্চগড় জে’লার ম’রিয়ম আক্তার।
ভ্রাম্যমাণ আ’দালতের বিচারক ও উপজে’লা নির্বাহী কর্মক’র্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নিজের মেয়ে ও অন্য এলাকার যুবতীদের দিয়ে দেহ ব্যবসার অ’ভিযোগ পেয়ে সদর উপজে’লার সালান্দর ইউনিয়নের আরাজী কৃষ্ণপুর ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আ’দালত অ’ভিযান চালায়। এ সময় অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় দুজন পুরুষ পালিয়ে গেলেও মা মেয়েসহ ৩ জনকে আ’ট’ক করে কারাদ’ণ্ড দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সদর থা*নার পু’লিশের একটি টিম এবং সালান্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল।