বগুড়া সিটি আইডিয়াল দাখিল মাদরাসার অভিভাবক সমাবেশে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক
দুর্নীতি ও অনিয়মের সাথে মাদরাসা ছাত্ররা জড়িত নেই
রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

বগুড়া সিটি আইডিয়াল দাখিল মাদরাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক বলেন বিগত সরকারের আমলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে কিন্ত দুর্নীতি ও অনয়িমের সাথে মাদরাসা ছাত্ররা জড়িত নাই। কারন প্রকৃত দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা কোন অন্যায় কাজের সাথে জড়িত হতে পারে না। ২৪ জুলাই এ ছাত্র জনতা বিপ্লবের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সময় হয়েছে। তাই ইনসাফ পূর্ন রাষ্ট্র গড়তে আগের চেয়েও বেশি সংখ্যক মাদরাসা ছাত্রদের চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিচারপতি, সেনাপতি ও প্রশাসনে জায়গা করে নিতে হবে। অতীতের ১৬ বছরের অবহেলা ও বৈষম্য কে অতিক্রম করে বর্তমানে মাদরাসা শিক্ষার সম্প্রসারন হচ্ছে। আশা করা যায় মাদরাসা শিক্ষিতরা আগামী দিনে দেশকে নেতৃত্বদানে সক্ষম হবে, ইনশাআল্লাহ। সরকার এখন মাদরাসা শিক্ষার বিরজমান সমস্য সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। তিনি অভিভাবকদেরকে বলেন আপনারা নিজ সন্তানদের মাদরাসায় ভর্তি করিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, মাদরাসায় আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন, হাদিসের শিক্ষা নিয়ে সন্তানরা নৈতিকতায় সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠবে, ফলে তারা কাউকে ঠকাবেনা ও শেষ বেলায় পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেনা।

(২৬ডিসেম্বর ২০২৫) শুক্রবার দুপুর ২:০০টায় স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে বগুড়া সিটি আইডিয়াল দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মাদ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: মহাতাব হোসেন, বগুড়া জেলা শিক্ষা অফিসার জনাব মো: রমজান আলী আকন্দ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. মুহাম্মাদ উমর হাসান সিদ্দিকী ।

অন্যান্যের মধ্যে বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মুফতী মাও: আব্দুল কাদের, ডোমন পুকুর আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো: ইসমাইল হোসেন, অধ্যক্ষ আব্দুল মান্নান, উপাধ্যক্ষ হারুনুর রশীদ, মো: গোলাম আজম, মো: আব্দুল জলিল, মো: জুনায়েদ আহমেদ, মো: এনামুল হক, মো: আল আমিন হোসেন, জনাব তারেক হাসান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। মো: জাকারিয়া হোসাইন ও মো: সামিউল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বগুড়া সিটি আইডিয়াল দাখিল মাদরাসা, বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদরাসা ও বগুড়া ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা থেকে দেশের বিভিন্ন খ্যাতিমান মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া প্রাক্তন কৃতি শিক্ষার্থী, এ+ ও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী এবং বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023