শাজাহানপুরে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে উপজেলার মাদলা ও খোট্টাপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সড়ক ও জনসমাগমপূর্ণ স্থানে টাঙানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার উচ্ছেদ করা হয়।
এ সময় চাঁচাইতারা বাজার এলাকায় সড়ক পরিবহণ আইন লঙ্ঘনের দায়ে একজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে প্রমাণিত হলে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি  জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আচরণবিধি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়বে এবং নির্বাচনী আচরণবিধি মানতে সংশ্লিষ্ট সবাই আরও সতর্ক হবে বলে মনে করছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023