স্টাফ রিপোর্টার
গত ২৩ নভেম্বর রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে বগুড়া শাহজাহানপুর উপজেলার নয় মাইল নামক এলাকায় নবজাতক ছেলে শিশুকে দু’জন সহৃদয়বান যুবক মোঃ হামিম, পিতা আহসানুল কবীর, গ্রাম কালদাপাড়া, মোঃ তানভীর, পিতা মহাজ্জল হোসেন, গ্রাম মহিপুর, থানা শেরপুর, উভয়ের থানা শেরপুর, বগুড়া। নয় মাইল হাইওয়ের পাশে থেকে উদ্ধারপূর্বক বগুড়া শহীদ জিয়াউ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসিলে প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতক শিশু টিকে শিশু ওয়ার্ডে ভর্তি করান। শনিবার (২৯ নভেম্বর) নবজাতক শিশুটিকে নতুন ঠিকানার উদ্দেশ্যে হস্তান্তর করা হয়েছে।