মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নন্দীগ্রামে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন তারুণ্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদের সদস্য সচিব মোঃ শহীদ খান। তিনি বলেন,মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনের সদিচ্ছার অভাবে স্থবির হয়ে আছে। দেশে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন নার্সিং– সকলেই ১০ম গ্রেডে কর্মকর্তা পদে চাকরি করছেন। অথচ শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাই এখনো ১০ম গ্রেড থেকে বঞ্চিত।”তিনি আরও জানান, তাদের ১০ম গ্রেড সংক্রান্ত ফাইল বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকলেও ‘কোয়ারি’র নামে অযথা বিলম্ব করা হচ্ছে।“সরকার অন্যান্য সেক্টরের দাবি দ্রুত সময়ে বাস্তবায়ন করলেও আমাদের ক্ষেত্রে অগ্রগতি খুবই ধীর—এটি চরম অবিচার,” বলেন শহীদ খান।মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতি ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন—ফার্মাসিস্ট রায়হান আহম্মেদ, এমটি ল্যাব মোঃ রফিকুল ইসলাম, এমটি ল্যাব সেলিমুজ্জামান, এমটি ডেন্টাল মোঃ আশরাফুল ইসলাম, এমটি রেডিওলজি মোঃ রাশেদুল বারীসহ আরও অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023