শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে জোড়া খুনের ২৪ ঘন্টার ব্যবধানে মঙ্গলবার গভীর রাতে প্রবাসীর স্ত্রী গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের হুদাবালা মধ্যপাড়া গ্রামে। নিহতের নাম মোমেনা আক্তার (৩০)। সে ঐ এলাকার প্রবাসী রানা মিয়ার স্ত্রী। তার পরিবারের সদস্যরা জানান, মোমেনা আক্তার মানষিক রোগী ছিল। প্রতিদিনের ন্যায় সে রাতে ঘুমাতে যায় এবং রাত ২ টার সময় তার মেয়ে জেগে উঠে ফ্যানের সাথে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা নেওয়া হয়েছে।