শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরের বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. আক্তারুজ্জামান। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নির্বাচন কমিশনারের পক্ষে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, মো. আক্তারুজ্জামান পেয়েছেন ৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার পেয়েছেন ৪ ভোট।
জানা যায়, এই নির্বাচনে ৫ জন নির্বাচিত অভিভাবক সদস্য, ৩ জন শিক্ষক প্রতিনিধি, ১ জন দাতা সদস্য ও ১ জন প্রতিষ্ঠাতাসহ মোট ১০ জন ভোটার প্রত্যক্ষ ভোট প্রদান করেন। ফলাফল ঘোষণার সময় উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ১০টি ভোটের মধ্যে মো. আক্তারুজ্জামান পেয়েছেন ৬টি এবং আবুল বাশার পেয়েছেন ৪টি ভোট। আক্তারুজ্জামান বেশি ভোট পাওয়ায় তাকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।