মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় শনিবার বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এরআগে, আজ শনিবার সকাল পৌনে ১০টার কিছু সময় পর মার্কেটটিতে আগুন লাগে। সকাল ১০টার দিকে সুন্দরবন স্কয়ার মার্কেটের পাঁচতলায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ১০টা ৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় আরও ১০টি ইউনিট। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতিয় হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস
আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো ধোঁয়া বের হচ্ছে বলে স্থানীয় দোকান মালিকরা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় বিভিন্ন দোকান রয়েছে। এসব দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।।