নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থী ফয়সালের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:বগুড়া-৪ ( কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ নন্দীগ্রামের কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। রোববার (২৭ জুলাই) বিকেলে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর সুখেদুঃখে পাশে থাকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়ন দিয়েছে। সাংবাদিকরা জাতির বিবেক। তাই আপনাদের মাধ্যমে এলাকার সমস্যা-সম্ভাবনার সঠিক চিত্র উঠে আসে। নিরপেক্ষ সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে। এজন্য সাংবাদিকসহ জনগণের আন্তরিক সহযোগীতা কামনা করি। আল্লাহর রহমতে জনগণের ভোটে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর সেবক হয়ে উন্নয়ন ও সেবামূলক কাজ করবো।
এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, সেক্রেটারি গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, শেখ সাদী, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর যুব জামায়াতের সভাপতি রাকিবুল হাসান, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিক ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023