মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:আগে যে ব্যবসায়ীকে ১ লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সুশাসন ও নিয়ন্ত্রণ না থাকায় এ অবস্থা। এসময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বিগত সরকার ব্যাংক খাতের ৮০ ভাগ অর্থ নিয়ে গেছে, যা বিশ্বের ইতিহাসে বিরল।
বিগত দেড় দশকে স্বৈরশাসক দ্বারা কীভাবে অর্থনীতি নিষ্পেষিত হয়েছে, তা নিয়ে বই লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। ‘অর্থনীতিঃ শাসন ও ক্ষমতা’ নামে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনা সরকারের সময়ের লুটপাটের কথা তুলে ধরেন।
হোসেন জিল্লুর রহমান বলেন, ‘বাংলাদেশের বিবর্তনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুগ। এই সময়ের মধ্যে আমরা দেখলাম কীভাবে কর্তৃত্ববাদী শাসন, পুরোপুরি এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসনে উপনীত হয়ে সার্বিকভাবে জন আকাঙ্ক্ষাকে পদদলিত করার পর্যায়ে চলে গিয়েছিল।’
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, গত বছরের আগস্টে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তখন দেখা গেছে, ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে। যা বিশ্বের ব্যাংকিং খাতের ইতিহাসে বিরল। সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পৃথিবীর কোনো দেশেই এমন অর্থনৈতিক বিপর্যয় আমি দেখি নাই। ব্যাংকের ৮০ ভাগ টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব। ধরেন ২০ হাজার কোটি টাকা আউটস্ট্যান্ডিং, ১৬ হাজার কোটি টাকা নাই।’
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারে কোনো জবাবদিহিতা না থাকায় দুর্নীতি বেড়েছে বহুগুণে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সামনে বড় বিপদে ফেলতে পারে বলেও মনে করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আগে ঘুষ দিতাম ১ লাখ টাকা, এখন দেই ৫ লাখ টাকা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি। বরং তারা আরও সুযোগ নিয়েছে। একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও।’ বক্তারা বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকি না থাকার সুযোগ নিয়েছে লুটপাটকারীরা। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কারের তাগিদ দেন তারা।