যুদ্ধবিমান বিধ্বস্ত: চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাইলট ও এক শিক্ষিকা ছাড়া বাকি সবাই শিক্ষার্থী। মঙ্গলবার রাত পৌনে একটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উত্তরায় মাইলস্টোন স্কুলে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারাত্মক আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সবচেয়ে গুরুতর দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

সর্বতোভাবে চিকিৎসা দিতে ছোটাছুটি করছেন বার্ন ইনস্টিটিউটেরচিকিৎসক-নার্সরা। বাতিল করা হয়েছে সবার ছুটি। মঙ্গলবার দুপুরে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, আগামী ৭২ ঘন্টা পর্যন্ত প্রয়োজনীয় ওষুধ ও সব সরঞ্জমান মজুদ রয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয় গত সোমবার দুপুরে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। ৩২ জনের প্রাণহানি হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতেরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023