ডেঙ্গুতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে চারজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন।আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২২৯ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬৯ জন, যাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩২ জন নারী।এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৫ জন, যার মধ্যে ১০ হাজার ৭৬৫ জন পুরুষ ও ৭ হাজার ৫৮০ জন নারী। ২০২৪ এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023