এফ–৭ যুদ্ধবিমান কি যুগোপযোগী, যা বলছেন বিশ্লেষকরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:স্কুল ক্যাম্পাসে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা দেশের ইতিহাসে এই প্রথম। দিয়াবাড়িতে বিধ্বস্ত হওয়া ফাইটার জেট এফ–৭ বিজিআই যুগোপযোগী নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিমানবাহিনীতে আগেই আধুনিক যুদ্ধবিমান যুক্ত হওয়া উচিত ছিল বলে মত তাদের।

তারা বলছেন, যুদ্ধক্ষেত্রে বিমানবাহিনী গুরুত্বপূর্ণ, তাই এ দিকে নজর দেওয়া জরুরি। এর আগেও ২০১৮ সালে মধুপুরে দুর্ঘটনার শিকার হয় একই মডেলের উড়োজাহাজ। ১৯৮০ এর দশকে বিমানবাহিনীর বহরে যুক্ত হয় চীনে নির্মিত ফাইটার জেট এফ–৭। সুপারসনিক গতি, হালকা কাঠামো ও উচ্চতর অভিযানের সক্ষম এ উড়োজাহাজ দীর্ঘদিন ধরেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত।  তবে, এই যুদ্ধবিমান দুর্ঘটনার কবলেও পড়েছে। প্রথম দুর্ঘটনা ঘটে ২০১৮ সালের নভেম্বরে। সেবছর ২৩ নভেম্বর টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মারা যান পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু।

এবার এই একই যুদ্ধবিমানের আরেক দুর্ঘটনায় স্তব্ধ পুরো বাংলাদেশ। সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমানটি। সেসময় বহু শিক্ষার্থী উপস্থিত থাকায় হতাহত হয় অনেকে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক ইলাহী চৌধুরী বলছেন, ২০১৩ সালের পর এফ-সেভেন বিমান উৎপাদন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ ছাড়া শুধু উত্তর কোরিয়ায় ব্যবহার হয় এই বিমান।

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক ইলাহী চৌধুরী বলেন, ‘আধুনিক বিমান আগেই যুক্ত হওয়া উচিত ছিল। এই বিমান ব্যবহার উপযোগী, কিন্তু যুগোপযোগী না হলে এই বিমান নিয়ে ফ্লাই করে কিছু করা সম্ভব না। মিয়ানমারও এর চেয়ে আধুনিক বিমান ব্যবহার করে। বিমানবাহিনী অগ্রাধিকার সেভাবে পায়নি হয়ত। যুদ্ধক্ষেত্রে বিমানবাহিনী একটি গুরুত্বপূর্ণ বাহিনী, তাই এদিকে নজর দিতে হবে।’ জনবসতিপূর্ণ এলাকায় বিমানবন্দর থাকলে এমন দুর্ঘটনার ঝুঁকি বেশি উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে দূরে কোথাও বিমানবন্দর স্থাপনের কথা ভাবার এখনই সময়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023