মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে হতাহতের পর গোপালগঞ্জ জেলা শহরের পরিস্থিতি এখনো অনেকটাই থমথমে। আজ শুক্রবারও চলছে কারফিউ। তবে গতকালের চেয়ে আজ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। সরেজমিনে দেখা গেছে, গ্রেপ্তার আতংকে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে কাঁচা বাজার ও ওষুধের দোকান এবং ফলের দোকান খোলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ছিল। তবে এতে কতজন আটক বা গ্রেপ্তার হয়েছে সে তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ। গত বুধবার গোপালগঞ্জ সদরে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সমাবেশ ঘিরে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
এমন পরিস্থিতিতে ওইদিন রাত ৮টা থেকে গোপালগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে গতকাল অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে।