মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে সংঘাত হতে পারে, এমন তথ্য গোয়েন্দাদের কাছে ছিল; তবে ঘটনা যে এত বড় হবে সেই তথ্য ছিল না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। কিন্তু গোপালগঞ্জে ঘটনা এত বড় হবে, সেই তথ্য ছিল না। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে, সেজন্য সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।’উপদেষ্টা বলেন, ‘গোপালগঞ্জে অন্যায়কারীদের ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অপরাধীদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কারোর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না।’
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যেকোনো দল প্রশ্ন করতে পারে মন্তব্য করে তিনি বলেন, ‘এ নিয়ে সরকারের বলার কিছু নেই।’এর আগে গতকাল বুধবার গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশ ঘিরে শহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হন। রাত থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাশহরে কারফিউ জারি রয়েছে।