স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে উত্তপ্ত গোপালগঞ্জ। সমাবেশ শুরুর আগেই কর্মসূচির জন্য নির্ধারিত সমাবেশস্থলে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ।বুধবার (১৬ জুলাই) দুপুর পৌঁনে ১টায় স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে। এসময় ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের পর সমাবেশের মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ। হঠাৎ হামলায় হতবিহ্বল হয়ে পড়েন এনসিপির নেতাকর্মীরা। পুলিশও এসময় ছিল নিষ্ক্রিয় ভূমিকায়। ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেদক জানান, অতর্কিত হামলা হয়নি। পুলিশ ও এপিবিএনের সামনেই খালের ওপার থেকে স্লোগান দিতে দিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এনসিপির নেতারা দৌঁড়ে নিরাপদ স্থানে যাবার চেষ্টা করে। পুলিশ ও এপিবিএন সদস্যরাও তাদের সঙ্গে দৌঁড় দেয়। পরে অবশ্য এনসিপির নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া করে। তখন পুলিশ ফিরে এসে সক্রিয় হবার চেষ্টা করে।

এরআগে, সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। তারও আগে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023