ঢাকায় মহাসমাবেশ সফল করতে বগুড়ায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা দাবিতে আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া শহর শাখা।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় ও বিভিন্ন মহাসড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে লিফলেট বিতরণ করা হয়। এতে বগুড়া শহর জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি মোঃ আজগর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সহ সাধারন সম্পাদক এজাজ আহমেদ আসলাম, ১৬নং ওয়ার্ড জামায়াতের আমির মোহাম্মদ রেজাউল করিম রেজা, ১৭নং ওয়ার্ড জামায়াতের আমির আব্দুর রউফ পারভেজ, ১৮নং ওয়ার্ড জামায়াতের আমির ইব্রাহিম হোসেন, শহর কল্যাণের সাংগঠনিক সম্পাদক নুর আলম, শ্রমিক নেতা প্রভাষক জিয়াউর রহমান,শহর যুব জামায়াতের কার্যকরী সদস্য প্রভাষক মোকাম্মেল হক, আতিকুল ইসলাম লয়া,আবু তালহা সেলিম, ১৯নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিজুল হক, রাসেল জিলাদার আলমাস, শফিকুল ইসলাম, নূর মোহাম্মদ, মানিক, আব্দুল কাদের, রানা, জিহাদ, আব্দুল হাকিম, হাফিজুর রহমান, মিজানুর রহমান,সালমান ফারসি সাম্মু, জাকারিয়া ইসলাম, মোহাম্মদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
ব্যানারে উল্লেখ করা হয়, “চলো চলো ঢাকা চলো” স্লোগানে জাতীয় সমাবেশ সফল করতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মিছিলে বক্তারা সরকারের প্রতি শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং জাতীয় সমাবেশে যোগদানের জন্য শ্রমিকদের আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023