যুবদল নেতা আলামিনের বিরুদ্ধে অভিযোগ করায় গাবতলীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলামিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মঙ্গলবার (১৫ জুলাই) ডঙর চারমাথা মোড়ে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জানা গেছে, সুখানপুকুর ইউনিয়নের ডঙর গ্রামের এক স্কুলছাত্রের বাই সাইকেল চুরি হয়। এই বাই সাইকেল চুরি হওয়াকে কেন্দ্র করে গত ১৩ জুলাই সুখানপুকুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহŸায়ক আলামিন ও এলাকাবাসী চোর সন্দেহে অভিযুক্ত সিদ্দিকের বাড়িতে যান। এ সময়  তর্কবিতর্কের এক পর্যায়ে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে সিদ্দিকের পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের আঘাতে স্থানীয় লিটন মিয়া (৩২) ও তার ছেলে সুমন মিয়া (১৪), রিমন (৭), নিরবসহ (১২) ৪জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাবতলী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সুমন ইসলাম (১৮) বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ভিন্নখাতে নিতে অভিযুক্ত সিদ্দিক যুবদল নেতা আলামিনকে অভিযুক্ত করে থানায় একটি পাল্টা মামলা দায়ের করেছে। তবে একাধিসূত্র জানিয়েছেন, অভিযুক্ত সিদ্দিক একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাই এলাকাবাসী চুরির হাত থেকে রেহাই পেতে অভিযুক্ত সিদ্দিককে অতিদ্রæত গ্রেফতারের দাবী জানান।  এ দিকে যুবদল নেতা আলামিনের বিরুদ্ধে থানায় মামলার প্রতিবাদে গতকাল উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ডঙর গ্রামে হাজারো গ্রামবাসী ডঙর চারমাথা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ ব্যাপারে থানার ওসি সেরাজুল হক বলেন, দু’পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023