বগুড়া শহরের চকসুত্রাপুরে সেনাবাহিনীর রাতভর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ধারালো অস্ত্র ও উদ্ধার এবং নারী মাদক কারবারিসহ ৯ জনকে আটক করা হয়েছে। গত বুধবার দিনগত রাতে শহরের অন্যতম মাদক স্পট চকসূত্রাপুর হরিজন কলোনীতে অভিযান পরিচালনা তাদের আটক করে। বগুড়া সদর থানা সূত্র জানায়, আটক মাদক কারবারিরা হলো, শহরের চকসুত্রাপুর চামড়াপ্িট্ট এলাকার শবদুল শেখের দুই ছেলে শামসুল হক চঞ্চল (৫৭) ও মুকুল ইসলাম (৩১), আরিফের ছেলে আল আমিন (২৩), নূর নবীর ছেলে নূর মোহাম্মদ মন্টি (২৩), মৃত মজিবরের ছেলে হালিম ইসলাম (২৪), মৃত মোখলেছ এর ছেলে সালাম (৪৫), মৃত লোকমানের ছেলে মিরাজুল শেখ (৪০), মৃত হারুনের ছেলে অপু (২৩) ও জালালের স্ত্রী হেনা (৪০)। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটককৃতদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর আভিযানিক দল।
