বগুড়ায় পুলশি লাইন্স স্কুল অন্ড কলেজ অভিভাবক সমাবেশ ও ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার

বৃহস্পতবিার (২৯ মে) বিকালে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কেলেজ বগুড়া মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রাথমিক শাখার অভিভাবক সমাবেশ ও ঈদগ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহ. মুনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আসাদুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একদল দক্ষ, যোগ্য ও প্রতিশ্রুতিশীল নাগরিক গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্যকে সামনে নিয়ে বগুড়া পুলিশ লাইন্স স্কুল কলেজ আগামী দিনের যাত্রা অব্যাহত রাখতে বগুড়ার পুলিশ প্রশাসন বদ্ধ পরিকর। তিনি সচেতনতার সাথে স্ব-স্ব দায়িত্ব পালনে ত্রিমুখী প্রচেষ্টা অব্যাহত রাখতে উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য নিযুক্ত ভাইস প্রিন্সিপ্যাল মো: হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মো: আবুল কাশেম প্রামানিক, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শামীম আলম, মাসুকর রহমান, এবিএম আতাউল গণি ওসমান, মো: শাহ আলম। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শামীমা আক্তার সানিয়া, মো: শফিকুল ইসলাম, সাহাব উদ্দিন শাহরিয়ার, রুমানা মাহমুদ রুমা, সাদ্দাত হোসেন, সারাবান তহুরা, ফয়সাল মাহমুদ, রুমি খাতুন, উম্মে হাবিবা, সিমার চন্দ্র মন্ডল, শিবলি খাতুন, নাসরিন আকতার, রেবেকা সুলতানা, ফাতেমাতুজ জোহরা, আতিয়ারা, সুমন মিয়া প্রমুখ। ঘণ্টা ব্যাপী অভিভাবকদের বিভিন্ন ধরনের অনুযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শুনেন এবংয় প্রধান অতিথি মহোদয় উত্থাপিত পরামর্শ মোতাবেক দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অধ্যক্ষ ও শিক্ষকমন্ডীকে নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রতিষ্ঠানের সভাপতি মো: জেদান আল মুসা পিপিএম মহোদয়ের পক্ষে দুই শতাদিক ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী মুহ. মুনজুরুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক সহকারী প্রধান শিক্ষক ইয়ামিন সুলতানা, রাহাতারা বেগম, জেসমিন আরা আখতার (পুতুল), মো: কুদরত-ই-খোদা, সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান পত্নী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023