২৪ মে টুর্ণামেন্ট উদ্বোধন
বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের প্রাথমিক খেলোয়াড় তালিকা প্রকাশ
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

মুক্তজমিন স্পোর্টস ডেস্ক

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৪ মে শহীদ চান্দু স্টেডিয়ামে ‘মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হচ্ছে। টুর্ণামেন্টে মোট ৬টি দল অংশ গ্রহন করছে। দলগুলো হলো- শহীদ রাতুল একাদশ, শহীদ সিয়াম একাদশ, শহীদ আব্দুল মান্নান একাদশ, শহীদ শিমুল একাদশ, শহীদ সাব্বির একাদশ এবং শহীদ কমর উদ্দিন একাদশ। ২৪ মে সকাল ১০টায় উদ্বোধনী খেলায় শহীদ কমর উদ্দিন একাদশ মুখোমুখী হবে শহীদ সাব্বির একাদশের, বেলা ১২টায় শহীদ রাতুল একাদশ খেলবে শহীদ সিয়াম একাদশের বিপক্ষে। ২৫ মে সকাল ১০টায় শহীদ আব্দুল মান্নান একাদশ ও শহীদ শিমুল একাদশ মুখোমুখী হবে। বিকেল ৩টায় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার অংশগ্রহনকারী দলগুলোর খেলোয়াড়দের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। নকআউট পদ্ধতিতে প্রথম রাউন্ড শেষে বিজয়ী ৩টি দলের মধ্য থেকে একটি দল লটারির মাধ্যমে সরাসরি ফাইনালে উন্নীত হবে। অবশিষ্ট দুই দলের মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে বিজয়ী এবং লটারিতে বিজয়ী দল নিয়ে ২৬ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
শহীদ রাতুল একাদশ:
টীম ম্যানেজার : গণেশ দাস, রাহাত রিটু (অধিনায়ক), তানজিজুল ইসলাম স্বরণ (সহ-অধিনায়ক), মহসিন আলী রাজু, মনির হোসেন, সুমন সরদার, আমিনুর রহমান কোয়েল, আব্দুল আওয়াল, শাব্বির হাসান, মাসুদুর রহমান রানা, আমিন ইসলাম, অরুপ রতন, আসাদুল হক কাজল, গোলজার হোসেন মিটু, জয়নাল আবেদীন, রকি, আসাফ-উদ-দৌলা ডিউক।
শহীদ সিয়াম একাদশ:
টীম ম্যানেজার : সবুর শাহ লোটাস, মোস্তফা মোঘল (অধিনায়ক), তানভীর আলম রিমন (সহ-অধিনায়ক), আতিকুর রহমান সোহাগ, মামুনুর রশিদ, মৌসুম, রেজাউল হাসান রানু, মেহেরুল সুজন, ববিন রহমান, রাজিবুল ইসলাম রক্তিম, ইমরান হোসেন লিখন, কামরুজ্জামান মোমিন, শামীম আহম্মেদ, সঞ্জু রায়, মীর সাজ্জাদ আলী সন্তোষ, সৈয়দ ফজলে রাব্বী ডলার, রাকিবুল ইসলাম, সামিউল ইসলাম।
শহীদ আব্দুল মান্নান একাদশ:
টীম ম্যানেজার : এস এম আবু সাঈদ, এইচ আলিম (অধিনায়ক), হাকিম রুমন, শাওন রহমান, অনন্ত সেলিম, মুক্তার হোসেন, শাজাহান বাবু, মাজেদুর রহমান, জেড এ মিলন, আব্দুল ওয়াদুদ-১, এমদাদ হোসেন, মেহেদী হাসান লিটন, শফিকুল ইসলাম (এটিএন), রাজিকুল ইসলাম রাফু, বাদল চৌধুরী, হায়দার মিঠু, মিল্লাত সরকার,
শহীদ কমর উদ্দিন একাদশ:
টীম ম্যানেজার: ওয়াসিকুর রহমান বেচান, জহুরুল ইসলাম (অধিনায়ক), টি এম মামুন (সহ-অধিনায়ক), জুয়েল হাসান, শাহনেওয়াজ শাওন, আব্দুল ওয়াদুদ-২, কালাম আজাদ, সামিউর রহমান, আব্দুর রহিম, মাসুদ বাবু, সাদিকুর রহমান লিটন, শামিম আলম, ঈশা খাঁ, এস এম সিরাজ, মীর্জা আহসান হাবিব দুলাল, রায়হান আহম্মেদ রানা, তহমিদুর রহমান তানিন।
শহীদ শিমুল একাদশ:
টীম ম্যানেজার : আব্দুর রহীম বগরা, সাইফুল ইসলাম (অধিনায়ক), আল-আমিন (সহ-অধিনায়ক), পিয়াল হাসান, আইনুর ইসলাম, রিয়াদ রহমান, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, আ: বারী মামুন, মীর হায়দার আলী, আব্দুর রহিম (নাগরিক), সানাউল হক শুভ, আব্দুল মজিদ, আব্দুস সালাম (ফটো), সাহেদুজ্জামান সিরাজ (বিজয়), রেজাউল হক বাবু।
শহীদ সাব্বির একাদশ:
টীম ম্যানেজার : এফ শাহজাহান, তোফাজ্জল হোসেন (অধিনায়ক), প্রতিক ওমর (সহ-অধিনায়ক), এনাম বাবু, আল-মুমিন, ফেরদৌসুর রহমান, মতিউর রহমান, আবু সাঈদ, রাশেদ উল কাদির রুম্নান, মীর্জা সেলিম রেজা, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, ওয়াহেদ ফকির, রাহেনুর ইসলাম, ওয়াসিম রেজা, আব্দুস ছালাম, রঞ্জু ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023