জাতীয় পর্যায়ে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড লাভ করেছেন সারিয়াকান্দির জোবেদা খানম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামের খ্যাতিমান শিক্ষক মরহুম আব্দুস সাত্তার স্যারের সহধর্মিনী জোবেদা খানম জাতীয় পর্যায়ে ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। মরহুম আব্দুস সাত্তারের সহধর্মিণী হিসেবে পরিচিত এই মহিয়সী নারী তাঁর সন্তানদের সুশিক্ষিত, সুপ্রতিষ্ঠিত ও নৈতিকতা-সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার অসামান্য অবদানের জন্য এই সম্মাননা পেয়েছেন। জাতীয় পর্যায়ে ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড পাওয়া দেশের সর্বোচ্চ মাতৃত্বের স্বীকৃতি অর্জন করা। জোবেদা খানমের এই সাফল্য শুধুমাত্র তাঁর পরিবারেই সীমাবদ্ধ নয়; এটি গোটা সারিয়াকান্দি উপজেলাকে গৌরবমণ্ডিত করেছে। জীবনের প্রতিটি ধাপে তিনি অসীম ধৈর্য, ত্যাগ ও ভালোবাসা দিয়ে সন্তানদের মানুষ করেছেন। শিক্ষার প্রতি তাঁর অগাধ ভালোবাসা এবং অনুপ্রেরণাই সন্তানদের সাফল্যের পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। তাঁর সন্তানরা বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত এবং সমাজে অবদান রেখে চলেছেন। পারতিতপরল গ্রামে এই খবরে বইছে আনন্দের বন্যা। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জোবেদা খানমের এই অর্জনে দারুণভাবে উচ্ছ্বসিত। অনেকেই তাঁর বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় এক গণ্যমান্য ব্যক্তি জানান, “জোবেদা খানম শুধু একজন মা নন, তিনি আমাদের সমাজের আদর্শ। তাঁর সন্তানদের যে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের ভিত্তি দিয়েছেন, তা বর্তমান সমাজে খুবই প্রয়োজনীয়।” এই সম্মাননা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। জোবেদা খানম প্রমাণ করেছেন, মায়ের হাতেই গড়ে উঠে জাতির ভবিষ্যৎ। তাঁর এই অনন্য কীর্তি বাংলাদেশে মাতৃত্বের মর্যাদা ও সম্মানকে আরও এক ধাপ এগিয়ে নিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023