শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে বাউল পালা গানের কলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় কুচক্রি মহলের প্ররোচনায় সাংবাদিক ওয়াহেদ ফকিরকে গ্রেফতারের প্রতিবাদে, মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক পবন কুমার রায়, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন তালুকদার, বজলুর রহমান, কনক দেব, ফজলুল হক জুয়েল, সাংবাদিক রবিউল ইসলাম রবি, শফিউল আলম ডিউ, সাজু মিয়া, মোহাম্মদ আলী, কামরুল হাসান, সোহাগ আহম্মেদ, শাহজাহান আলী, এমআর মিজান, মিজানুর রহমান, ফারুক হোসাইন, আব্দুর রহমান, জাহেদুল ইসলাম, গোলজার রহমান, বাকী বিল্লাহ, মিনহাজ, শেখর চন্দ্র সরকার টুটুল, গোলাম রব্বানী শিপন, আনিছার রহমান দুলাল, ময়নুল ইসলাম রকেট, ওয়াদুদ হোসেন, জহুরুল ইসলাম সৈকত, রাব্বী হাসান সুমন, মাহমুদুল হাসান তৌহিদ, রাইসুল ইসলাম রনি, নূর আলম, উৎপল কুমার, সোহেল রানা, রুহুল আমিন, আব্দুর রহিম, নাহিদ প্রমূখ। উক্ত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক আঃ ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে।