দাবি পূরণ না হওয়া পর্যন্ত তরুণরা এই সংগ্রামে বিশ্রাম নিও না: জামায়াত আমির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:
ময়মনসিংহে কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের ওপর ভর করে। জুলাই আগস্টে এই দেশ স্বাধীন হয়েছে এই তরুণদের মাধ্যমেই। তরুণ যুব সমাজের অনেকেই শহীদ হয়েছে। তোমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তোমরা তরুণরা এই সংগ্রামে বিশ্রাম নিও না। তোমরা হবে আমাদের আগামী দিনের নেতা আর আমরা হবো সহযাত্রী। এই বিজয়ের মাধ্যমে কোনও দল বা ব্যক্তিকে ক্ষমতায় আনার উদ্দেশ্য হবে না।’ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার সময় নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর জামাতের আমির কামরুল হাসানের সভাপতিত্বে জেলা জামাতের আমির আব্দুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামাতে ইসলামীর আমির বলেন, ‘অতীতের যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো যদি এখনও ঘটে তাহলে এত জীবন এবং এত রক্ত দেওয়ার কী প্রয়োজন ছিল। আমরা শহীদ পরিবারের কাছে কী জবাব দেব। দোলনের যারা শহীদ হয়েছে তাদের আত্মা আমাদেরকে অভিশাপ দেবে। শহীদ ভাইদের প্রতি সম্মান রেখে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত ও সন্ত্রাস মুক্ত করতে হবে। প্রয়োজনে আরেকবার আমরা জীবন দিতে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সেই টাকা দেশে ফেরত আনার ব্যবস্থা করতে হবে। দেশ থেকে পালিয়ে যারা ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকেও আমাদের দেশে এনে বিচার করতে হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023