যমুনার বুকে কর্ণিবাড়ীতে চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স সেবা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
সারিয়াকান্দি (বগুড়া)  প্রতিনিধি
 বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদী ঘিরে গড়ে ওঠা কর্ণিবাড়ী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের মানুষদের চিকিৎসা সেবা সহজ করতে চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স সেবা। শনিবার (১২ এপ্রিল) সকালে মথুরাপাড়া ঘাটে এই জরুরি সেবার উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। উুদ্যোগটি নিয়েছে কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপনের নিজস্ব অর্থায়ন এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের সহায়তায় এই স্পিডবোটটি আনা হয়েছে। এতে অক্সিজেনসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার সব সরঞ্জাম থাকবে বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চরাঞ্চলের মানুষ বিশেষ করে গর্ভবতী নারী, বৃদ্ধ ও শিশুদের জন্য নদী পার হয়ে হাসপাতালে যাওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ। বর্ষা ও শুষ্ক মৌসুমে কাঠের নৌকা, ঘোড়ার গাড়ি কিংবা পায়ে হেঁটে স্বাস্থ্যকেন্দ্রে যেতে যেতেই অনেক সময়ই পরিস্থিতি জটিল হয়ে উঠত। চেয়ারম্যান দিপন বলেন, রাতের ফোনকল মানেই বিপদের বার্তা। অনেক কান্না শুনেছি, অনেক প্রাণ ঝরে যেতে দেখেছি শুধুমাত্র সময়মতো চিকিৎসা না পাওয়ায়। সেই অভিজ্ঞতা থেকেই এই সেবাটি চালুর পরিকল্পনা করেছি। যেন চরাঞ্চলের মানুষরা আর চিকিৎসার অভাবে না কষ্ট পায়। এই নৌ-অ্যাম্বুলেন্স ব্যবহার করে রোগী মাত্র ১৫-২০ মিনিটে নদী পেরিয়ে উপজেলা সদর বা জেলা শহরের হাসপাতাল পৌঁছাতে পারবে। অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সেবাটি বিনামূল্যে প্রদান করা হবে বলেও জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই প্রকল্পটি সময়োপযোগী। কর্ণিবাড়ী ইউনিয়নের বেশিরভাগ মানুষ চরাঞ্চলে বাস করে, তাদের চিকিৎসা ও অন্যান্য সেবা পেতে নৌকা ছাড়া বিকল্প পথ নেই। নৌ-অ্যাম্বুলেন্স চালু হওয়ায় জনসাধারণের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সবাই আশা প্রকাশ করেন, এই উদ্যোগ চরাঞ্চলের চিকিৎসা সেবায় এক নতুন দিগন্তের সূচনা করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023