মঙ্গল শোভাযাত্রার নাম বদলে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে প্রতিবছর রাজধানীতে হওয়া ‘মঙ্গল শোভাযাত্রা’র নামে পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গল শোভাযাত্রার নতুন নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। বাংলা নববর্ষ উপলক্ষে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কিছু করা না করার জন্য সম্প্রতি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে আসছিল দেশের ইসলামী দলগুলো। এমন প্রেক্ষাপটে শুক্রবার পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদ্‌যাপনের বিভিন্ন দিক জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের কথা জানানো হলো।

স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত শতকের আশির দশকের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার উদ্যোগে বের হওয়া আনন্দ শোভাযাত্রাই পরে ‘মঙ্গল শোভাযাত্রা’ হিসেবে পরিচিতি পায়। ইউনেসকো ২০১৬ সালের ৩০ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে।

এর আগে চলতি বছরের পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করে এবারের বৈশাখের আয়োজন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা, রীতি অনুযায়ী যাদের তত্ত্বাবধানে হওয়ার কথা ছিল এবারের আয়োজন। গত ২৬ মার্চ চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা এ বিষয়ে বিবৃতি দিয়ে জানান, এবারের বৈশাখের আয়োজনের সঙ্গে তাদের কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023