রাষ্ট্রীয় সফরে রাশিয়া-ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:রবিবার (৬ এপ্রিল)  সরকারি সফরে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।  তিনি রাশিয়া অবস্থানকালে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশ আর্মির ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রাশিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়াও, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ১২ এপ্রিল বাংলাদেশে ফিরবেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023