‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আসছে ছাত্র–জনতার নতুন দল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল : আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা ছাত্র-জনতার নতুন দলের নাম চূড়ান্ত হয়েছে। দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। ইংরেজিতে দলটি ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি নামে পরিচিত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে নতুন দলের নাম প্রকাশ করেন তিনি। সারজিস লিখেছেন, ‘আগামীকাল সারা বাংলাদেশ থেকে এই নামে ব্যানার আসবে। এই নামে মুখরিত হোক বাংলাদেশ।’ আগামী শুক্রবার বিকাল ৩টায় নতুন দলটির আত্মপ্রকাশ করার কথা রয়েছে। আত্মপ্রকাশেই বিশাল জমায়েতের পরিকল্পনা ছাত্রদের নতুন দলেরআত্মপ্রকাশেই বিশাল জমায়েতের পরিকল্পনা ছাত্রদের নতুন দলের
নতুন দলটির নেতৃত্বে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। অন্তর্র্বতী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা নাহিদ আলম দলটির আহ্বায়ক আর সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নামও চূড়ান্ত বলে জানা গেছে। এছাড়া হাসনাত আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং সারজিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। নতুন রাজনৈতিক দলটির সঙ্গে যুক্ত নেতারা জানিয়েছেন, যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে ছয়টি শীর্ষ পদসহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে ১০০ থেকে ১৫০ জন। ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ করা হতে পারে। দল গঠনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। নেতারা বলছেন, নতুন রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থার। এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। আত্মপ্রকাশের পরই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলেও জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023