শিরোনাম :
শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই ‘প্রশ্নপত্রের’ ফটোকপি শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল গাবতলীতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মহিলাদলের দোয়া পলাশবাড়ীতেবেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল শাজাহানপুরে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালক আশঙ্কাজনক শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার

আগামী সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে: রেজাউল করিম বাদশা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দুরে রাখতে বিভিন্ন মিথ্যা মামলাগুলো নিষ্পত্তি না করে অযথায় ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষোয় আছে। শেখ হাসিনার পতন হলেও তার দোসররা বিএনপির বিরুদ্ধে বিভিন্নমূখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। যেকোন মূল্যে খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবে এবং আগামী সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে- ইনশাল্লাহ্ ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে গাবতলী পৌর বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক এমপি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. এ কে এম মাহবুবুর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।
পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক হিরু, মাফতুন আহম্মেদ খান, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, ভিপি খায়রুল বাসার, জাহিদুল ইসলাম হেলাল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ খান সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা শ্রমিকদলের সভাপতি আ: ওয়াদুদ, জেলা মহিলাদলের সম্পাদক নাজমা আকতার প্রমুখ। এ সময় গাবতলী পৌর বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান, মতিউর রহমান মতি, আফছার আলী মিজু, আবু হাসনাত সাহিন, এস্কেন্দার আলী ময়না, আ: গফুর শাহ্, মাহবুব হাসান নিভা, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023