বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ির পানি নিষ্কাশনের পাইপ ভাংচুর কে কেন্দ্র করে সংঘর্ষ, নারী সহ ৫ জন আহত।
জনা গেছে, পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ভুরঘাটা গ্রামের মৃত নুরুন নবীর ছেলে আব্দুল আজিজ এর বসত বাড়ির পানি যাতায়াতের পাইপ হঠ্যাৎ করে গতকাল দুপুরে একই গ্রামের ইউনুছ আলী ও তার ছেলে রবিউল ইসলাম ও আজিজুল সহ ৫/৭ জনের একাটি দল পাইপটি ভেঙ্গে ফেলে।
কথাকাটাকাটির একপর্যায়ে লোহার রড ও লাঠিশোটা দিয়ে এলোপাথারি ভাবে মারপিট করে গুরুত্বর জখম করে। আহতরা হলেন আব্দুল আজিজ, মিলোনী বেগম, ফেন্সি, শেলী ও রেবা বেগম। এব্যাপারে ছোট ভাই আব্দুল হামিদ বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন এব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।