স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বগুড়ার গাবতলীতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী শেষে এক আলোচনা সভা দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এরআগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সুজা উদ্দিন সুজার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এমআর ইসলাম রিপন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার, সদস্য সচিব আব্দুর রহমান লেমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ঠান্ডু, রুহুল, বাদল, আরাফাত, স¤্রাট, উজ্জল, সোহেল, নাইচ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, আশরাফুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, ”ঞ্চল কুমার দেব, আব্দুল হালিম, কাউন্সিলার মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, সাধারন সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তা, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক তাসকিন, স্বেচ্ছাসেবকদল নেতা সঞ্জু মিয়া, খোকন, সানোয়ার, রিবন, শহিদুল, হানিফ, রাব্বীসহ অন্যান্য নেতৃবৃন্দ।