তীব্র গরমে পথচারী-শ্রমজীবীদের পাশে, মেয়র আনিছুর

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

বগুড়ার নন্দীগ্রামে প্রচণ্ড তাপদাহে অস্বস্তিতে থাকা দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষের হাতে বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। অসহনীয় গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্নআয়ের মানুষ। কাঠফাটা রোদে তৃষ্ণা মেটাতে শিক্ষার্থী, পথচারিসহ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।গত দুইদিন ধরে পৌর শহরের পুরাতন বাজারে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ফটকের সামনে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেন পৌর মেয়র মো. আনিছুর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা রাকিবুল হাসান রাজ্জাক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। মঙ্গলবার নন্দীগ্রাম পৌর শহরের বাসস্ট্যান্ড জনসমাগম এলাকায় পৌরসভার পক্ষ থেকে অতিরিক্ত টিউবওয়েল বসালেন মেয়র আনিছুর রহমান। মেয়র আনিছুর রহমান বলেন,তীব্রতা এতটাই বেশি যে, অল্প কিছুক্ষণ রোদে হাঁটলেই শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়। তীব্র গরমে সড়কে চলাচলকারী মানুষদের পানিশূন্যতার বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাস্তায় যেসব মানুষ বেরিয়েছেন তাদের বেশিরভাগই জরুরি কাজেই বের হয়েছেন। প্রচণ্ড গরমে সেসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এ কার্যক্রম চালানো হয়েছে।জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023