আমি নির্বাচিত হলে কথা দিচ্ছি নাই নাই শব্দ শুনতে হবে না- এলএলবি রানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সাধারন জনগনের উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা (এলএলবি) বলেছেন, আমি নির্বাচিত হলে কথা দিচ্ছি নাই নাই শব্দ শুনতে হবেনা এবং কেউ খালি হাতে ফিরবেনা। নির্বাচনের সময় এলেই চোখে গ্লিসারিন লাগিয়ে কান্না তো অনেক দেখেছেন? তাদের এইসব নকল কান্নায় আর কেও দয়া করে ভুলবেন না। যারা জনগনের আবেগ অনুভূতি নিয়ে খেলা করে এবং নির্বাচিত হওয়ার পর বাজেট নাই, অনুদান নাই, সযোগীতা করার মত কিছুই নাই এমন নাই নাই শব্দে উপজেলা পরিষদ মুখরিত করে রাখে তাদের বয়কট করুন। উপজেলা পরিষদের বরাদ্দ কোটি কেটি টাকা কোথায় যায় এবার আমি দেখতে চাই এবং জনগনকেও দেখাতে চাই। নির্বাচনী প্রচারনা কালে বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহর উপস্থিতিতে আনোয়ার হোসেন রানার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় আনোয়ার হোসেন রানা তার বক্তব্যে এসব কথা বলছেন অন্যদিকে বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ মাথা নিচু করে সমর্থন জানাচ্ছেন।
দলীও নেতাকর্মীর বক্তব্য, বিগত দিনে আওয়ামীলীগ পরিচয়ে যেসব ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কেউ সাধারন জনগনের আশার প্রতিফল ঘটাতে পারেননি। শুধু জনগনের আবেক অনুভূতির সাথে খেলা করেছেন। নাই নাই জিকির করতে করতে নিজেরা লাখোপতি থেকে কোটিপতি হয়েছেন। সুতরাং সাধারন জনগন সহ দলীও নেতা কর্মীর অনুরোধেই এবার আনোয়ার হোসেন রানা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
সাধারন ভোটাররা বলছেন, করোনা মহামারী সহ বিভিন্ন ঈদ উৎসব এবং বিপদ-আপদে উপজেলা আওয়ালীগের সভাপতি আনোয়ার হোসেন রানা যেভাবে উপজেলা বাসীর পাশে থেকেছেন, সেভাবে নন্দীগ্রামের কোন জনপ্রতিনিধিকে চোখে পরেনি। সুতরাং আনোয়ার হোসেন রানা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে জনগন উপকৃত হবেন।
অতএব সার্বিক বিবেচনায় এবার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানাকেই এগিয়ে রাখছেন উপজেলা বাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023