বগুড়ার নন্দীগ্রামে প্রয়াত সাংবাদিক রাজু আহমেদ লিটনের ১ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের ২৪ ডিসেম্বর উপজেলার কাথম চকপাড়া গ্রামের নিজ বাড়িতে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেন। লিটন অবিবাহিত ছিলেন এবং তার বয়স হয়েছিল ২৭ বছর। মৃত্যুকালে বাবা-মা, এক ভাই ও দুই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত রাজু আহমেদ লিটন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পুনরুত্থান উপজেলা প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেসক্লাব অন্তর্ভূক্ত শাখা নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি ছিলেন।
সাংবাদিক লিটনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার কাথম চকপাড়া গ্রামে কবর জিয়ারত ও সংগঠন কার্যালয়ে স্মরণসভা করবে অনলাইন প্রেসক্লাব। সংগঠনটির সভাপতি রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হানিফের ব্যবস্থাপনায় নন্দীগ্রাম সদরে কলেজ জামে মসজিদে দোয়া এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদের ব্যবস্থাপনায় নামুইট চকপাড়া জামে মসজিদে দোয়া আয়োজন করা হবে।