বগুড়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৭০ (সত্তর) পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার উপশহর এলাকার মৃত জয়নালের ছেলে মো. শহীদ (২৪) এবং সেউজগাড়ী রেল কলোনী এলাকার মো. রঞ্জুর ছেলে মো. শয়ন (২১)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী পাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডলসহ মো. শহীদ (২৪) কে গ্রেফতার করা হয়।
এরপর একই দিন বেলা ১২ টার দিকে বগুড়া সদর উপজেলার হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে ২০ (বিশ) পিস ট্যাপেন্টাডলসহ মো. শয়ন (২১) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।