আজ বৃহস্পতিবার ডিবি পুলিশ বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমান মোড়স্থ আদি মহরম আলী দই ঘরের সামনে পাকা রাস্তার উপরে থেকে ৩৫ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার। গ্রেফতারকৃত আসামীরা হলেন মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর কাচারীকান্দির পাড়ার মৃত ইউসুফ আলীর পুত্র মোঃ নুর হোসেন রনি (৩৫) ও শরীয়তপুর জেলার নড়িয়া থানার, নালিকান্দি গ্রামের মৃত সফিমিয়ার পুত্র মোঃ হেলাল উদ্দিন (৩০)।