হাওরাঞ্চলের উন্নয়নে সবকিছুই করা হবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

হাওরের সার্বিক উন্নয়নে সবকিছুই করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ইতোমধ্যেই জমি ভরাট না করে হাওর, বিল ও জলাভূমি এলাকার প্রতিটি রাস্তা এলিভেটেড করার নির্দেশনা দিয়েছি। বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ ও মাছের চলাচল যেন বাধাগ্রস্ত না হয় এবং নৌকাসহ মানুষের যোগাযোগ ব্যবস্থা যেন ব্যাহত না হয়- সেজন্য সকল সড়ক এলিভেটেড করা হবে।

মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন ও স্থানীয় হেলিপ্যাড মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

সরকার প্রধান বলেন, বিএনপি ক্ষমতায় এসে লুটপাট, অর্থপাচার, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ হত্যা এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর অকথ্য অত্যাচার করে। মানুষের ওপর অত্যাচার আর শোষণ ছাড়া বিএনপি কিছুই দিতে পারেনি।

তিনি বলেন, ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষকে শহরের সুবিধা দেয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আওয়ামী লীগ সরকার এসেই প্রত্যেকের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না সেই ব্যবস্থা করে দিয়েছি। স্বাস্থ্যসম্মতভাবে মানুষ যাতে বসবাস করতে সেই ব্যবস্থাও করেছি।

শেখ হাসিনা মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়ির পাশে ঘোড়াউত্রা নদীর চরে সেনানিবাস উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি সেখানে একটি আম গাছের চারা রোপণ করেন। এরপর তিনি সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে যান। সেখানে বক্তব্য রাখেন। পরে বিকেলে মিঠামইন উপজেলা হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জসভায় বক্তব্য রাখেন।

হাওরাঞ্চলের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মিঠামইন এলাকায় অধিকাংশই হাওরাঞ্চল। বর্ষাকালে ছোট ছোট দ্বীপের মতো হয়ে যায়। যদিও শীতকালে এসে বোঝার উপায় নেই। ফুলে ফলে ভরে গেছে এ অঞ্চল। অথচ বর্ষাকালে বিপরীত চিত্র দেখা যায়। এ অঞ্চলের মানুষের প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হয়।

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভূয়সী প্রশংসা করে সরকারপ্রধান বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ ১৯৭০ সাল থেকে প্রতিটি নির্বাচনে জয়লাভ করেছেন। জনগণের সেবা করে গেছেন। এই দুর্গম অঞ্চলের মানুষের পাশে থাকা এবং সুখ-দুঃখের অংশী হওয়া, ভাগ্য পরিবর্তনে নিরলস পরিশ্রম করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023