আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারী) রিয়াকান্দিতে স্থানীয় মাদ্রাসা মাঠে পৌর ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু ।পৌর আওয়ামীলীগের সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজী, পৌর মেয়র মতিউর রহমান মতি,উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব তরফদার,সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ প্রমুখ । এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয় ।