শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম সভাকক্ষে শারীরিক শিক্ষাবিদ সমিতি বগুড়ার সম্মেলন জেলা সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মো: হযরত আলী। বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ খালেদ মাহমুদ রুবেল, ফজলে রাব্বী, জয়পুরহাট শাখার প্রতিনিধি আব্দুল আউয়াল, প্রদীপ কুমার সাহা, মিজানুর রহমান, নওগাঁ শাখার প্রতিনিধি হুমায়ন কবির প্রমুখ। সম্মেলনে শিক্ষকদের ২য় উচ্চতর গ্রেড বাস্তবায়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য আব্দুল আউয়াল জয়পুরহাটকে আহবায়ক ও আব্দুল মান্নান কে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়।