সোমবার বগুড়া সদর উপজেলার গোকুলস্থ উত্তরণ ফিলিং স্টেশন এর সামনে মাদক ও চোরা চালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এক হাজার পিচ মাদক দ্রব্য এ্যাম্পল (বুপ্রেনরফিন) পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক (তিন লক্ষ) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একে এম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আব্দুর রাজ্জাক এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চু, এএসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন, এএসআই (নিঃ) সোলায়মান আলী। উক্ত অভিযানটি পরিচালিত হয়। বগুড়া সদর থানায় পরিত্যক্ত মাদকদ্রব্য এ্যাম্পল (বুপ্রেনরফিন) জমা দেওয়া হয়।