আজ শুক্রবার বিকালে দুপচাঁচিয়ার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি “দৈনিক করতোয়া” ও “দৈনিক ইত্তেফাক” সাবেক উপজেলা প্রতিনিধি সাংবাদিক প্রয়াত অধ্যাপক স্বপন কুমার প্রামানিকের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাবে স্মরণ সভা ক্লাবের সভাপতি গোলাম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রয়াত সাংবাদিক স্বপন কুমারের জীবনের উপরে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন জে.কে ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাবেয়া খাতুন, অধ্যাপক আবুল বাসার, ডি.এস ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, তালোড়া ইউনিয়ন চেয়ারম্যান মেহেরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি সুদেব কুন্ডু, বেসরকারি সংস্থা সোভার নির্বাহী পরিচালক আনোয়ার উল আজাদ লিটন, প্রেসক্লাবের সহ-সভাপতি এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ পোদ্দার, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, কার্যনির্বাহী সদস্য মঈন খান, অসীম কুমার দাস সহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল।