শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

উপনির্বাচনের ওপর নির্ভর করবে বগুড়াবাসীর ভবিষ্যৎ : নানক

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী ১ ফেব্রæয়ারির উপনির্বাচনের ওপর ভবিষ্যৎ নির্ভর করবে বগুড়াবাসীর। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের ঠনঠনিয়া বাসট্যান্ডে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নৌকার পক্ষে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি আয়োজিত এক আলোচনা সভায় নানক এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১ ফেব্রæয়ারি বগুড়া-৬ সদর আসনে অপ্রত্যাশিত সংসদ নির্বাচন আয়োজিত হচ্ছে। আর মাত্র ১১ মাস বাকি আছে জাতীয় সংসদ নির্বাচনের। এর আগে উপনির্বাচন বগুড়াবাসীর ওপর চাপিয়ে দিয়েছে বিএনপি। আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে উনারা মাত্র কয়েকজন সরকার উচ্ছেদের উদ্দেশ্য পদত্যাগ করেছেন। এই উপনির্বাচনের ওপর নির্ভর করবে বগুড়াবাসীর আগামীর ভবিষ্যৎ। নির্বাচনে নৌকার প্রার্থী রিপু পরীক্ষিত ছাত্রনেতা থেকে আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে।

তিনি আরও বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাছে বার্তা দিয়ে আমাকে পাঠিয়েছেন। কিছু জাহেরি ও বাতেনি কথা থাকে। জাহেরি কিছু কথা বলি। বগুড়ায় নৌকার প্রার্থী নির্বাচিত হলে ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে সরাসরি বগুড়া আসার রেললাইন নির্মাণে সমস্যা থাকবে না, বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল ও বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ায় বিলম্বিত হবে না। রিপু নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের নয়, সাধারণ মানুষের এমপি হয়ে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের যে জোয়ার বগুড়াও সেই উন্নয়নের জোয়ারে ভাসবে। ঢাকা থেকে বগুড়া পর্যন্ত শুধু চারলেনে নয়, বিমানবন্দর হওয়ার পর বিমানে আসবেন আপনারা।

শ্রমিকদের উদ্দেশে নানক বলেন,  আপনারা ২০১২-২০১৩ সালে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস উপেক্ষা করে যেভাবে দেশের অর্থনীতি সচল রেখেছেন, ঠিক সেইভাবে বগুড়ার উন্নয়ন সচল রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023