গতকাল সোমবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ নারীসহ চার মাদক বিক্রেতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলা কুন্ডুপাড়ার মৃত মনছুর আলীর ছেলে আনারুল শেখ (৪২), পালপাড়ার সত্যন্দ্রনাথ পালের ছেলে সঞ্জয় পাল (৪০), মন্ডলপাড়ার আইনুর প্রামানিকের স্ত্রী তাবাসসুম তোবা মায়া (২০) ও বড়ধাপ গ্রামের আবু তালেব সোনারের ছেলে ভোলা সোনারকে (৪২)। পুলিশ তাদের হেফাজত থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯ পুড়িয়া হেরোইন উদ্ধার করেছে। ওই রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়াও পুলিশ গ্রেফতারী পরোয়ানামুলে চৌমুহনী ধারশুন গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে সাইফুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে আজ মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।