বগুড়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রাগেবুল আহসান রিপুর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জানুয়ারি দুপুরে বগুড়া জেলা দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি তার বক্তব্যে বলেন। ৪১ বগুড়া ৬ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত শেখ হাসিনার মনোনীত রাগেবুল আহসান রিপুকে জয়ী করার লক্ষ্যে সকল নেতা কর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি তুলে ধরে ভোট প্রার্থনা করতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের ষড়যন্ত্র রাজনৈতিক ভাবেই মোকাবেলা করতে হবে। যারা বাংলাদেশকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যেতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিশ্চিহ্ন করতে চায় জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায় তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ একটি আদর্শবাদী সংগঠন এই সংগঠনের নেতাকর্মীই পারে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদেরকে কেউ হারাতে পারবে না। ঐক্যবদ্ধ থেকে বগুড়া ০৬ আসনের আসনের উপনির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিতে হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন ফারাজি, নির্মল কুমার চ্যাটার্জি। এছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বক্তব্য রাখেন। মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা,এ্যাডঃ আমানউল্লাহ,বগুড়া বারের সভাপতি আব্দুল মতিন,স্পেশাল পিপি নরেশ মুখার্জীসহ বিভিন্ন পেশাজীবী ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী।