নওগাঁয় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

নওগাঁয় ১৪ ও ১৬ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক সীমান্ত থেকে গত ৩ বছরে জব্দ হওয়া প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁর পতœীতলা উপজেলার ১৪ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস হওয়া মাদকের মধ্যে ছিল ভারতীয় মদ, ফেনিসিডিল, নেশা জাতীয় সিরাপ ও ইনজেকশন, গাঁজা, নিষিদ্ধ ট্যাবলেট, ইয়াবা, হেরোইনসহ অন্যান্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান। অন্যান্যের মধ্যে রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ, নওগাঁ-১৪ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন, ১৬ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল হক, সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রতœতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারাসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জব্দকৃত আনুমানিক ২ কোটি ৯০ লাখ ৮ হাজার ১৬০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ৯০৯ পিস, ভারতীয় মদ ৬ হাজার ৫০১ বোতল, গাঁজা ১৭৮ দশমিক ৯৬ কেজি, ফেনসিডিল ২৪ হাজার ২০৫ বোতল, নিষিদ্ধ ট্যাবলেট ৫ হাজার ৭৪৬ পিস, নেশা জাতীয় সিরাপ ১০ হাজার ৮৬০ বোতল, নেশা জাতীয় ইনজেকশন ১১ হাজার ৮৪৮ পিস, হেরোইন ৭৭ পুরিয়া, গুড়া তামাক ১৬৫ দশমিক ৫ কেজি, পাতার বিড়ি ৪১ হাজার ১৭২ প্যাকেট এবং টেন্ডু বিড়ির পাতা ২১ কেজি। এছাড়াও মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ৬টি কষ্টি পাথরের মূর্তি ও ৩টি সিমেন্টের মূর্তি পাহাড়পুর প্রতœতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান জানান, মাদকদ্রব্য দেশের যুব সমাজকে ধ্বংস করার এক ধরনের অস্ত্র বিশেষ। মাদকের ভয়াবহ মরণ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। তাই দেশের যুব সমাজকে মাদকের মরণ ছোবল হতে রক্ষা করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান সফল করে তোলার জন্য আরো জোরালোভাবে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023