সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর হয়’ এ শ্লোগানে সারা দেশের ন্যয় বগুড়ার সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম বারের মত জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে অংশগ্রহন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন,উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন ও থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা,মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব,উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ,সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা,উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী। এবপর বঙ্গবন্ধু মিলনায়তনে সোনাতলা সরকারী নাজির আকতার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালহা মো.মনিরুল ইসলামের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি এমপি সাহাদারা মান্নান,বিশেষ অতিথি ও শিক্ষক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সবশেষে উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023